ইংরেজি বানানের নিয়ম
1. যদি শব্দের শেষে Ically থাকে তাহলে A এর উচ্চারণ হয় না। 👉 Automatically
Basically
Logically
practically
2. কোনো শব্দের শেষ বর্ণ B এবং তার আগের বর্ণ যদি M হয় তাহলে শেষ বর্ণ B উচ্চারিত হয় না।
👉 Bomb
Comb
Dumb
Lamb
3. কোনো শব্দে যদি T এর আগে B থাকে তাহলে সেই B এর উচ্চারণ হয় না।
👉Debt
Doubt
4. কোনো শব্দে Sc, Sce, বা Sci থাকলে C এর উচ্চারণ হয় না।
👉 Muscle
Scent
Science
5. G এর আগে যদি D থাকে তাহলে D এর উচ্চারণ হয় না।
👉 Badge
Bridge
Edge
Fridge
6. কোনো শব্দের শেষের বর্ণ E হলে সেই E টির উচ্চারণ হয় না।
👉 Before
Bridge
Example
Give
* তবে সবক্ষেত্রে এই নিয়মটি খাটবে না
যদি E একটাই Vowel হয়
👉 Be
He
She
7. যদি কোনো শব্দ GN দিয়ে শুরু হয় তাহলে G এর উচ্চারণ হয় না।
👉 Gnat
Gnaw
Gnome
* আবার যদি কোনো শব্দের শেষে GN থাকে তাহলেও G এর উচ্চারণ হয় না।
👉 Sign
Design
Resign
Reign
8. কোনো শব্দে স্বরবর্ণের পরে GH থাকলে তার উচ্চারণ হয় না।
👉 Night
👉 Fight
👉 Flight
9. কোনো শব্দ যদি GH দিয়ে শুরু হয় তাহলে H এর উচ্চারণ হয় না।
👉 Gherkin
Ghetto
Ghost
10. যদি কোনো শব্দ RH দিয়ে শুরু হয় তাহলে H Slient হয়।
👉 Rhetoric
Rhythm
11. সাধারণত WH দিয়ে শুরু হওয়া শব্দে H Slient থাকে।
👉 What
When
White
Why
12. কিছু শব্দ আছে যাদের শুরুতে H থাকলে H Slient হয়।
👉 Honour
Hour
